Approved by the Government of the People's Republic of Bangladesh Gov. Reg. No. S-1361

BANGLADESH VILLAGE DOCTORS (WELFARE) ASSOCIATION(BDGDKS)

বাংলাদেশ গ্রাম ডাক্তার (কল্যাণ) সমিতি (বিডিজিডিকেএস)

স্বাস্থ্য সেবা উন্নতি
বিডিজিডিকেএস এর মূলনীতি
এর রেজিষ্ট্রেশন এর জন্য শর্ত সমুহ:-

(১) অবশ্যই চিকিৎসা বিষয়ে কমপক্ষে এক বছরের সরকার অনুমোদিত প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ সার্টিফিকেট ফটো কপি।
(২) নূন্যতম এসএসসি/সমমান সার্টিফিকেট ফটো কপি।
(৩) ভোটার আইডি কার্ড/নাগরিক সনদপত্রের ফটোকপি।
(৪) পাসপোর্ট সাইজের দুই কপি রঙ্গীন ছবি।
(৫)কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল কতৃক নির্ধারণ রেজিষ্ট্রেশন ফি ২৩৫০/= টাকা শর্ত প্রযোজ্য।

বিঃদ্রঃ- ওয়েবসাইটের মাধ্যমে সকল সদস্যের তথ্য সংরক্ষণ করে সদস্য নং প্রদান করা হবে। সংগঠন এর পক্ষ থেকে সকল সদস্যদেরকে আইডি কার্ড, মেম্বারশীপ সার্টিফিকেট দেওয়া হবে।

বিস্তারিত জানতে যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের কে ইমেইল করুন bdgdks@gmail.com